20 Aug, 2024
শেষবারের মতো ভাষণ দিয়েছেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ভাষণে তিনি বলেন গাজায় চলমান যুদ্ধ তিনি দ্রুত শেষ করে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার ওয়াদা করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে (ডিএনসি) এ ভাষণ দেন। বাইডেন বলেন, ‘আমি জিম্মিদের ঘরে আনতে, গাজায় যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা আনতে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এ যুদ্ধ দ্রুত শেষ করতে চব্বিশ ঘণ্টায় কাজ করছি। জিম্মিদের তাদের পরিবারের কাছে পুনরায় ফিরিয়ে দিব এবং গাজায় মানবিক স্বাস্থ্য ও খাদ্য সহায়তা আরো বৃদ্ধি করবো আমরা। ফিলিস্তিনি সাধারণ জনগণের বেসামরিক দুর্ভোগের অবসান ঘটাতে যুদ্ধবিরতি কার্যকর করছি । ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ‘যে প্রতিবাদকারীরা রাস্তায় বেরিয়েছে, তাদের একটা উদ্দেশ আছে। উভয় পক্ষের অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে। কাজেই আমি একটি প্রস্তাব রেখেছি যা আমাদেরকে ৭ অক্টোবরের পর থেকে আশা করি কার্যকর হবে।’