শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ বরখাস্ত

19 Aug, 2024

শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ বরখাস্ত

গতকাল রোববার ১৮ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন। সেই ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন এই আচরণ নিয়ে তাকে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে ছাত্রদের প্রতিবাদের ভাষা। পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ।

সেদিনের ঘটনা সম্পর্কে শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, "শতাধিক মানুষের র‍্যালি নিয়ে যাচ্ছিলো তাঁরা।  হাইকোর্টের গেটের সামনে এলে সেখানে পুলিশ তাঁদের পথ বাধা দেয়। অনেক শিক্ষার্থীকে আটক করে। আর বাকি শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ।এ সময় দুজন পুলিশ সদস্য তাঁকে টেনে নিয়ে যেতে থাকেন, ও অভদ্র ভাষায় গালাগাল করে। আমি সাংবাদিকদের সাথে কথা বলতে চাইলে লিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন আমার  মুখ চেপে ধরেন।"

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পক্ষ থেকে বলা হয়েছে, "পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও মো. আরশাদ হোসেননের কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনগণের বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এবং এরকম যাতে কোনো সময় না হয় সে সম্পকে সকল পুলিশ সদস্যদের সতর্ক করেছেন।