11 Mar, 2022
দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ আধা বেলা হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বাম জোট ।
শুক্রবার পৃথক সংবাদ সম্মেলনে দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য সিটি হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে এ তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, নাঈম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
হরতালে তিনটি দাবি চাওয়া হবে দাবি গুলো হলো: দুই কোটি দরিদ্র পরিবারকে ভর্তুকি মূল্যে নিয়মিত রেশম সরবরাহ, দ্রব্যমূল্যকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, এবং পণ্যের দাম বাড়াতে ট্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করায় হলো এ হরতালের মূল উদ্দেশ্য। বিএনপিও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালে সমর্থন দিবে বলে জানা গিয়েছে তবে তারা ২৮ মার্চ ময়দানে থাকবে কিনা এ সম্পর্কে জানা যায়নি।
সাধারণ মানুষদের উদ্দ্যেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২৮ তারিখ সবাই ঘরে থাকবেন কর্মস্থলে যাওয়ার দরকার নেই, বাইরে বের হলে আমাদের সাথে যোগ দিতে হবে।