07 Oct, 2022
জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র সন্ত্রাসীদের উপদ্রব থেকে বাঁচার জন্য
জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র লিখার নিয়ম স্বরূপ নমুনা হিসাবে সন্ত্রাসী ও মস্তানদের উপদ্রব থেকে বাঁচার জন্য জেলা প্রশাসক মহোদয় সমীপে আবেদনপত্র দেওয়া হলো।
সন্ত্রাসী ও মস্তানদের উপদ্রব থেকে বাঁচার জন্য জেলা প্রশাসক মহোদয় সমীপে আবেদনপত্র।
বরাবর
জেলা প্রশাসক,
ফরিদপুর জেলা, ফরিদপুর
বিষয় : এলাকার সন্ত্রাসী ও মস্তানদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন।
জনাব,
বিনীত প্রার্থনা এই যে, আমরা আপনার জেলার অধীন নওপাড়া উপজেলার কেন্দুয়া গ্রামের অধিবাসী। সদর উপজেলা থেকে অনেকটা দূরে আমরা বসবাস করার কারণে আইন প্রশাসনের হাত এ অঞ্চলে খুব বেশি একটা শক্তিশালী নয়। আর এ সুযোগে কিছু উঠতি বয়সের নব্য সন্ত্রাসী ও মস্তানের উৎপাত এখানে শুরু হয়েছে। আমাদের এতকালের সুখ-শান্তি দিনের পর দিন তাদের পদতলে পড়ে নিষ্পেষিত হচ্ছে। এ সব কিছু চোখে দেখা ছাড়া তাদের উচ্ছৃঙ্খল কাজকর্মের কোনো প্রতিবাদ করার সাহস কেউ পাচ্ছে না। কারণ, যে কিছু বলতে যাচ্ছে তারই কোনো না কোনো সর্বনাশ ঘটিয়ে ছাড়ছে তারা। বর্তমানে এলাকার রীতিমতো প্রকাশ্যে মদ-জুয়ার আসর বসছে। থানা কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বরং নালিশদাতাকেই নানাভাবে হয়রানি হতে হয়েছে। ইদানীং মস্তানদের স্কুল-কলেজগামী মেয়েদেরও উত্ত্যক্ত করতে দেখা যাচ্ছে। এলাকাবাসী এখন মস্তানদের হাতে জিম্মি হয়ে কাল কাটাছে। এখন প্রশাসনের কর্তব্য এলাকাবাসীদের চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে থেকে উদ্ধার করা।
অতএব, আপনার সমীপে আমাদের আকুল প্রার্থনা এই যে, এই এলাকায় সন্ত্রাসী ও মস্তান উচ্ছেদ অভিযান চালিয়ে এলাকাবাসীর সুখ-শান্তি ফিরিয়ে দিতে মর্জি হয়।
তারিখ : ১৭/১২/২০২..
নওপাড়া, ফরিদপুর
বিনীত নিবেদক
কেন্দুয়া এলাকাবাসীর পক্ষে
উপজেলা : নওপাড়া, জেলা: ফরিদপুর