বইমেলা সম্পর্কে প্রতিবেদন

বইমেলা সম্পর্কে প্রতিবেদন

তোমার দেখা একটি বইমেলা সম্পর্কে প্রতিবেদন তৈরি কর।

উত্তর 

                প্রতিবেদনের শিরোনাম    : জমজমাট একটি বইমেলা
                সরেজমিনে তদন্তের স্থান     : বাংলা একাডেমী
                প্রতিবেদন তৈরির সময়     : বিকাল ৫টা
                প্রতিবেদন তৈরির তারিখ     : ২৪.০৫.২০২৫... খ্রি:
                প্রতিবেদকের নাম ও ঠিকানা 
                                                   নাম : সিয়াম আহমেদ 
                                                   থানা: রূপনগর
                                                   জেলা: ঢাকা। 

বিষয় : জমজমাট একটি বইমেলা 

স্মারক: জম, বই/১২৫/খ/৫-০২-২০২৫... খ্রি: 
জনাব, 
বইমেলা আমাদের বাঙালি জাতীয় জীবনের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত বইমেলা। প্রতি বছর একুশ স্মরণে বাংলা একাডেমী মাসব্যাপী বইমেলার আয়োজন করে। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমী কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন করে থাকে। প্রতিবারের মতো এবারও একুশের বইমেলা বসে। মেলায় গিয়ে বই কিনতে আমি খুব পছন্দ করি। একদিন আমার বন্ধু রাকিবেকে সাথে নিয়ে মেলায় চলে যাই। বইমেলাকে ঘিরে মানুষের সাজসাজ রব আমাকে বিস্ময়াভিভূত করে। নতুন বইয়ের পসরা সাজিয়ে কত যে প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় তার অন্ত নেই। যাদের স্টলে যাই তাদেরই বই আমাকে আকৃষ্ট করে। কিন্তু সীমাবদ্ধতার কারণে সব কেনা হয় না। এবারের বইমেলা থেকে যতগুলো বই কিনেছি তার মধ্যে সবচেয়ে ভাল লেগেছে যে বইটি তা আমার বন্ধুকে দিয়েছি। বইমেলা বাঙালির প্রাণের মেলা। যদিও মনে হয় কোনো কমতি নেই। তার পরও যেন কিছুর অভাব থেকে যায় বলে মনে হয়। বিশেষ করে নিরাপত্তার বাড়াবাড়ি আমাকে বিব্রত করে। এটি প্রাণের উদ্যমকে কিছুটা কমিয়ে দেয়। 
জায়গার কিছুটা স্বল্পতা থাকে বলে মনে হয়। যদি আরও ব্যাপক পরিসরে করা যেত তবে মানুষের গাদাগাদি থেকে রেহাই পাওয়া যেত। 
মেলা উপলক্ষে বইয়ের দাম আরও কমিয়ে দেয়া প্রয়োজন বলে মনে হয়। তাতে করে বেশি বই কেনা যেত।