11 Oct, 2022
একটি নলকূপ স্থাপনের জন্য ইউ. পি. চেয়ারম্যানের কাছে আবেদন।
অথবা, একটি নলকুপ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন কর।
মাননীয়
চেয়ারম্যান সাহেব,
আমানপুর ইউনিয়ন পরিষদ
আমানপুর,
নাটোর।
বিষয় : একটি সরকারি নলকূপ স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত আরজ এই যে, আমরা আপনার ইউনিয়নের আমানপুর গ্রামের অধিবাসী। এ গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। অধিকাংশই কৃষক এবং দিনমজুর শ্রেণির অন্তর্গত। দীর্ঘদিন যাবৎ আমরা পানীয় জলের অভাবে পুকুর ও নদীর পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছি এবং নানা প্রকার পানিবাহিত সংক্রামক রোগের শিকার হচ্ছি। এ গ্রামের মাতব্বর বাড়িতে একটি মাত্র ব্যক্তিগত নলকূপ আছে যা সর্বসাধারণের জন্য ব্যবহার্য নয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা নলকূপ স্থাপিত হয়ে থাকলেও গৃহবধূরা দিনের বেলা সেটা ব্যবহার করতে পারে না। তা ছাড়া নলকূপটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ সময়ই অকেজ হয়ে পড়ে থাকে। অথচ নিজস্বভাবে আমরা নলকূপ ক্রয় করে বাড়িতে বসিয়ে নেব এ সঙ্গতিও কারো নেই।
অতএব, আপনার সমীপে আরজ এই যে, মেহেরবাণীপূর্বক আপনার ইউনিয়নের এই দরিদ্র জনগোষ্ঠীর সুস্বাস্থ্য রক্ষার্থে সরকারিভাবে আপনার পছন্দমতো স্থানে একটি নলকূপ স্থাপন করে এদেরকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করতে মর্জি হয়।