- 20 Jan, 2022
Loading
বাইক এখন বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়। শখের বসত বাইক কিনলেও বর্তমানে তরুণদের মৃত্যুর প্রধান হলো বাইক। ২০২০ সালে একটি জরিপে দেখা গেয়েছে প্রতি বছর ১,১৬৮ জন লোক বাইক এক্সিডেন্টে মারা যান এদের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের যুবকদের সংখ্যা বেশি।
তাই এই বাইক এক্সিডেন্টে রোধ করতে বিজ্ঞানীরা প্রতিদিন কোনো না কোনো চেষ্টা করেই যাচ্ছে। এর মধ্যেই জানা গেলো সুজুকি কোম্পানি তাদের বাইকে এমন একটি ডিভাইস যোগ করেছেন যা বাইক দুর্ঘটনা হলেই বাইকারের পরিবারকে সাথে সাথে বার্তা পাঠিয়ে দিবে। তাছাড়া বাইকার শুয়ে আছে কিনা বসে আছেন সেই রকম ভাবে আলাদা আলাদা বার্তা পাঠাবে ডিভাইসটি। তারা ডিভাইসটির নাম দিয়েছেন এসওএস। সামনের দিনে বাইক গুলোতে এ ধরণের প্রযুক্তি থাকবে বলে আশা করা হচ্ছে।
এসওএস ডিভাইসটি বাইকে উদ্বোধন হলে বাইকারের দুর্ঘটনা হলে বাইকারের লোকেশন ট্র্যাক করেসাথে সাথে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। তাছাড়া ঘরের পরিবারের নিশ্চিন্তে থাকতে পারবেন।