01 Sep, 2022
পরীক্ষাগারে টলুইন বা মিথাইল বেনজিন প্রস্তুতি বর্ননা কর
পরীক্ষাগারে টলুইন বা মিথাইল বেনজিন প্রস্তুতি বর্ননা কর
পরীক্ষাগারে টলুইন বা মিথাইল বেনজিন প্রস্তুতির দুটি পদ্ধতি দেওয়া হলো-
১. ব্রোমো বেনজিন ও মিথাইল থেকে: শুষ্ক ইথারে দ্রবীভূত হ্যালোজেনো মিথেন যেমন, মিথাইল ব্রোমাইড ও হ্যালোজেনো বেনজিন যেমন, ব্রোমো বেনজিন (অথবা মিথাইল আয়োডাইট ও আয়োডো বেনজিন) এর মিশ্রনে সোডিয়াম ধাতু যোগ করলে বিক্রিয়া শুরু হয় ফলে টলুইন উৎপন্ন হয়ে বাষ্পীভূত হয়ে যায়। টলুইনের বাস্পকে শীতল করে তরল টলুইন সংগ্রহ করা হয়৷ এই বিক্রিয়াকে উটজ ফিটিগ বিক্রিয়া বলে। যেমন,
২. বেনজিন থেকে: শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) এর উপস্থিতে বেনজিন ও শুষ্ক মিথাইল ক্লোরাইডের মিশ্রনকে উত্তপত করলে, বেনজিন থেকে টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন এর একটি উদাহারন।
বিক্রিয়া শেষে মিশ্রনটিকে হিম শীতল পানিতে ঢেলে দেয়া হয়। তখন অপরিবর্তিত বেনজিন কঠিন অবস্থায় জমাট বেঁধে যায়, কিন্তু টলুইন তরল অবস্থায় থাকে৷ এ টলুইনকে পৃথক করে পাতন করলে বিশুদ্ধ টলুইন পাতিত তরলরূপে পাওয়া যায়।