16 Feb, 2022
ঘর সুন্দর মানে মন সুন্দর। বেড রুম সবসময় আলোকিত, সিম্পল এবং সঠিক রং নির্বাচন করতে হয়। বেড রুমকে সুন্দর করতে প্রয়োজনীয় টিপস নিচে দেয়া হলো:
ঘরের ভিতর হাটা চলার জন্য খালি জায়গা রাখুন: আপনার বেড রুম হলো আপনার জন্য বিশ্রাম এবং আরামদায়কের জায়গা। এইখানে আপনি যখন খুশি আসবেন, যখন খুশি ব্যায়াম করবেন অথবা হাটাচলা করবেন। অনেকেই আছে তারা তাদের শোয়ার কক্ষে অযথা ফার্নিচার রেখে দেয় পরে তারা সেখানে ঠিকমতো হাটা-চলা করতে পারে না। আপনার শোয়ার কক্ষে অধিক পরিমানে ফার্নিচার থাকলে বহিরাগত লোকদের প্রবেশের আশংখা বেশি থাকে। শোয়ার কক্ষে বইয়ের থাক, মিনি টেবিল এবং অন্যানো অপ্রয়োজনীয় আসবাসপত্র অন্যত্রে সরিয়ে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে যাতে আপনি নিয়মিত স্বাবাবিক ভাবে হাটা চলা করতে পারেন সেরূপ ব্যবস্থা করুন। যদি আপনার খুব বেশি প্রয়োজনীয় বই পত্র ছোট খাটো গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হয় তাহলে ঘরের বিছানার নিচের খালি ড্রয়ার বা সেখানের খালি জায়গা গুলোতে রাখার চেষ্টা করুন। কক্ষের ভিতরে অত্যাধিক মালপত্র থাকলে মন অস্থির অস্থির মনোভাব সৃষ্টি হয়। মন মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই চিন্তা করুন কোন কোন মালপত্র গুলো বেড রুম থেকে বাহির করা যায়।
ঘর সুন্দর করতে মনরোম রং নির্বাচন: ঘরের রং মানুষের ব্যাক্তিগত আচরণ প্রকাশ পায়। সঠিক রং নির্বাচন করতে পারলে ঘর দেখতে সুন্দর ও মনোরম দেখায়। মানুষের ঘরই হলো প্রশান্তিদায়ক জায়গা। ঘরের জন্য সুন্দরতম রং হচ্ছে ক্রিম কালার, সাদা কালার এবং নীলের মতো হালকা কালার। এটি ছাড়াও আপনার যদি পছন্দের অন্য কোনো গারো রং থাকে তাহলে আপনি দেয়ালে ওই রংটিও ব্যবহার করতে পারেন এতে আপনার মনের ভিতর কনফিডেন্স বৃদ্ধি পাবে। ভালো মানের কোম্পানির রং অবশ্যই বাছাই করতে হবে বাজারে অনেক দামি রং পাওয়া যাই। দাম বেশি টাকা দিয়েই যে কিনলে ভালো হবে এ রকম নয়, নিজ দায়িত্বে ভালো মানের রং বাছাই করুন। ঘরের সুন্দর রং অথিতিদের মুখ থেকে ভালো প্রশংসা পাওয়া যায়।
নরম জিনিস ব্যবহার করুন: ঘরের মেজে নরম কার্পেট ব্যবহার করুন। এতে হাটাচল করতে সহজ হবে। শোয়ার বিছানা অবশ্যই নরম বস্তু লাগান। ঘরের চারপাশে নরম আবরণ দিয়ে ডেকে রাখার চেষ্টা করুন।
বেড রুমের আবাস পত্র সিম্পল নির্বাচন করুন: আপনার বেড রুমটিকে অবশ্যই বিশৃঙ্খল পরিবেশ তৈরী করতে দেয়া যাবে না। মানে অত্যাধিক ভারী আসবাসপত্র পরিহার করুন। আপনার বিছানার সামনের ফ্রেমটি বড় না হয়ে ছোট সিম্পল থাকে তাহলে ঘরের পরিবেশটা হালকা মনে হবে। আপনার বিছানাটি ঘরের কেন্দ্র বিন্দুতে স্থাপন করার চেষ্টা করেন। রুমের ভিতর অতিরিক্ত বড় বড় ভারী মালপত্র গুলো পরিবর্তন করে হালকা মালপত্র রাখার চেষ্টা করুন দেখবেন এতে ঘর সুন্দর দেখাবে। আপনার যদি সৌখিন মন হয়ে থাকে, তাহলে আপনি ঘরের দেয়ালে পেইন্টিং লাগাতে পারেন এতে আপনার ঘরটি হালকাও থাকবে সুন্দর্য্য বৃদ্ধি পাবে।
বিছানা ছাড়া অন্য আরেকটি আরাম দায়ক স্থান: আপনি আপনার ঘরকে আরো মজাদার করতে একটি আরাম দায়ক নুক বসাতে পারেন। এতে আপনি বিছানার প্রতি এক ঘেয়ো ভাব দূর হবে।
ঘরের সিলিং এর যত্ন করুন: ঘরের শোভা বৃদ্ধি করতে সিলিং ব্যাপক ভূমিকা পালন করে। এটি সুন্দর গাঢ় অন্য রকম রং ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন রকমের পেইন্টিংটিও এতে যোগ করতে পারেন।
ঘরকে আলোকিত রাখুন: আপনার ঘরে কখনও একটি লাইট ব্যবহার করবেন না। রুমের ভিতর অতিরিক্ত আলো রাখা একটি ভালো অভ্যাস। ঘরের জালানা এমন জায়গায় রাখা উচিত যেখানে সব সময় আলো-বাতাস প্রবেশ করতে পারে। আপনি ঘরের ছাউনিতে কয়েকটি লাইট বসাতে পারেন। তাছাড়া আপনি মেঝেতেও লাইট বসিয়ে ঘর আলোকিত করতে পারেন। এরূপ ঘরে আপনার থাকতে মন উৎফল্ল হবে। বেডের চারপাশে লাইট ফিটিং করতে পারেন। দেওয়ালে টেবিল লাইট বসলে ঘরের শোভা বৃদ্ধি পাবে।