অবিবিবাহিত মর্মে প্রত্যয়নপত্রের জন্য আবেদন

07 Mar, 2022

অবিবিবাহিত মর্মে প্রত্যয়নপত্রের জন্য আবেদন

প্রতি 
ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার 
ঢাকা ক্যান্টনমেন্ট |
বিষয়: অদ্যাবধি অবিবিবাহিত মর্মে প্রত্যায়নপত্রের জন্য আবেদন।
জনাব,
আমি ফাতেমা আক্তার (এখানে যে ব্যাক্তি আবেদন করবেন তার নাম), স্বামী-  মরহুম সাদিক আহমেদ, মাতা-  রেহানা বানু , বর্তমান ঠিকানা:  বাসা#২০১ হামিদ পল্লী স্কুল,  ঢাকা - ১০০৬ এবং  স্থায়ী ঠিকানা : বাসা#২০১ হামিদ পল্লী স্কুল,  ঢাকা - ১০০৬ আমার কন্যা ফারজানা আক্তার ও বর্ষা আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এই  মর্মে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন। এ লক্ষে একটি হলফ নামা সংযুক্ত করলাম।

অতএব, আমার কন্যাদ্বয়ের অবিবাহিত  সনদ প্রদান করে বাধিত করার জন্য অনুরোধ করছি। 

(ফাতেমা আক্তার)
তারিখ : ০৮/০৮/২০২২                    
বাসা#২০১ হামিদ পল্লী স্কুল,  ঢাকা - ১০০৬
মোবা: ০১৬৬৬৬৬৬১১১১১