ধূসর অ্যাঞ্জেল মাছ
সাগরের প্রবাল প্রাচীরের মধ্যে এই ধরনের মাছের বসবাস বেশিরভাগ ক্ষেত্রে এরা নির্জন ও ধুসর পানিতে জোড়া বেঁধে থাকে। এদের বৈজ্ঞানিক নাম Pomacanthus arcuatus। একটি পূর্ণবয়স্ক অ্যাঞ্জেল ফিস ২৫-৬০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। পূর্ণ বয়স্ক অ্যাঞ্জেল ফিসগুলো প্রায় ২ কেজি ওজনের হতে পারে। শিশু অবস্থায় মাছের চেহারা অন্যরকম থাকে। তখন তাদের গায়ে হলুদ ডোরাকাটা দাগ থাকে। বড় হলে নাটকীয়ভাবে তাদের গায়ের রঙ বদলে যায়।
সাধারণত সমুদ্রের অন্যান্য লোনা পানির মাছের তুলনায় এরা আক্রমণাত্মক ও হিংস্র হয়ে থাকে। ফলে এদের বসবাসের এলাকা প্রায় ২ থেকে ৩০ মিটার এলাকার মধ্যে এদের থেকে কম শক্তিসম্পন্ন মাছেদের প্রায় প্রবেশ নিষেধ থাকে। তাদের নিজেদের এলাকায় অন্য কোন মাছ প্রবেশ করলে তারা তাদের আক্রমণ করে বসে। জানা গেছে এই মাছ নিজেদের মধ্যে এক ধরনের শব্দের মাধ্যমে ভাব বিনিময় করে। সেই শব্দ বিশেষ শব্দগ্রহণ যন্ত্রে ধারণ করার দেখা গেছে তা মূলত ক্রন্দনের সুর। ছোটখাট সামুদ্রিক প্রাণী সি স্পঞ্জ, কোরাল, শৈবাল ইত্যাদি খেয়ে তারা জীবনধারণ করে। এরা সবসময় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে।
WorldTimeTech provides Top News, Health Tips, Lifestyle, Science and Technology, Computer Help Tips and Unknown facts. We Always Try to Give You Helpful Content to you. Thank You...
Copyright © 2023 WorldTimeTech.com All Rights Reserved.