অনুচ্ছেদ মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস

19 Sep, 2022

অনুচ্ছেদ মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস

মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুচ্ছেদ 
পৃথিবীর সব দেশেই মে দিবস ছুটির দিন হিসেবে পালন করা হয়। ১৮৮৬ সালে শিকাগোতে যে সকল শ্রমিক তাদের  দাবি আদায়ের জন্য  রক্ত দিয়েছিল সে সকল শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য প্রতি বছর মে মাসের ১লা তারিখ সকল মানুষ এ দিবসটি পালন করে। পুঁজিবাদীদের দ্বারা শ্রমিকরা আদিকাল থেকেই শোষিত হয়ে আসছে। তারা তাদের স্ত্রীসন্তানসহ দীর্ঘ সময় কাজ করত। অথচ তারা স্বল্প মজুরির দ্বারা তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো কখনোই পূরণ করতে পারত না। শ্রমিকদের সাথে অমানবিক অত্যাচার করা হতো তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। এ সমস্ত অত্যাচারের বিরুদ্ধে এবং ১২ থেকে ১৩ ঘন্টা কাজ করার পরিবর্তে দৈনিক ৮ ঘন্টা কাজ করার জন্য জনগণ আন্দোলন শুরু করল। ১লা মে তারিখে পুঁজিবাদী সরকার ও তার দোসরেরা শ্রমিকদের মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করে। শতাধিক শ্রমিক এতে আহত হয় এবং কেউবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং তাদেরকে জীবনের সকল সুযোগ-সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমেরিকান শ্রম সংস্থা শ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১লা মে-কে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসাবে যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে পালন করার সিদ্ধান্ত গ্রহন করে। এ দিনটি বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একত্রিত হবার অনুপ্রেরণা হিসাবে কাজ করে। ১লা মে বাংলাদেশের শ্রমিকরা একটি বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তা অনুভব করে। অর্থনৈতিক সুবিচারের জন্য তারা মিটিং মিছিল-এর আয়োজন করে। এ দিনে শ্রমিকরা তাদের কর্মের বিনিময়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এ দিনে আমরা মিলিত কণ্ঠে গাইব- 
" আসুক অরাজকতার মহান দিন
আসবো আমরা এক হয়ে, করবো স্লোগান মিলে মিশে
অন্ধাকারের গত দুনিয়াকে ফেরে আসতে দিবো না বাড়ে বাড়ে। "