সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ

06 Oct, 2022

সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ

সাহিত্য জাতির দর্পন স্বরূপ ভাব সম্প্রসারণ
সাহিত্য জাতির দর্পণস্বরূপ
মূল ভাব : সাহিত্য হলো জাতির আশা-আকাঙ্ক্ষা ও চিন্তা-চেতনার প্রতিফলন। তাই সাহিত্যের গোড়ায় গোড়ায় মানবজাতির জীবন ও সমাজের উপস্থিতি বিদ্যমান। তাই বলা যায় মানবজীবন আর তার সমাজের সুস্পষ্ট চিত্রই হলো সাহিত্য। 
সম্প্রসারিত-ভাব : সাহিত্য মানব জীবনের দর্পণ স্বরূপ। দর্পণে যেভাবে আমাদের পূর্ণাঙ্গ মুখচ্ছবি প্রতিফলিত হয়, তেমনি কোনোদেশের সাহিত্যে সে দেশের, সে জাতির মানুষের পরিপূর্ণ চিত্র ফুটে ওঠে। তাই তো যে জাতি যত বেশি  উন্নত সে দেশের সাহিত্য তত বেশি সমৃদ্ধ। যুগে যুগে কোনো দেশের সাহিত্য-কর্মে তার দেশের বিভিন্ন চিত্র উঠে এসেছে। যেমন তলস্তয়ের "ওয়ার এন্ড পিস"-এ যুদ্ধ নয় বরং শান্তির কথাই প্রকাশ পেয়েছে; ভল্টেয়ার রুশোর সাহিত্যে স্বেচ্ছাচারী ফরাসি রাজশক্তির বিরুদ্ধে গণমানুষকে চেতনাদীপ্ত ও অনুপ্রাণিত করেছে; ম্যাক্সিম গোর্কির সাহিত্যে শাসনের মৃত্যুঘণ্টা বাজিয়েছিল; আমাদের কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাসহ বিভিন্ন সাহিত্যকর্ম ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষদের ঐক্যবন্ধ করেছিল। মোটকথা সাহিত্যের অবিনাশী শক্তির কারণে যুগে যুগে বহু অন্যায়-অত্যাচার আর শোষণের ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে। তাছাড়া জাতির অতীতকে ধরে রাখার ক্ষেত্রেও সাহিত্যের অবদান কম নয়। তাই সাহিত্য জাতি আর সমাজের সুস্পষ্ট ও নির্ভুল দর্পণ। Literature is the criticism of life – সাহিত্য জীবনেরই সমালোচনা। সাহিত্য ও দূর্বল মানুষকে দেয় প্রেরণা, তার সুপ্ত শক্তিকে করে জাগ্রত, দরিদ্রকে করে নির্লোভ, প্রবৃত্তি জয়ের আনন্দে মানুষ হয় রাজা। সাহিত্যে বিধৃত হয় যুগ পরিবেশ। সাহিত্যের পরিধি বিশাল ও ব্যাপক। মানুষের জীবনের বিচিত্র ভাবকে চিত্রিত করে সাহিত্য। সিরাজউদ্দৌলা নাটক থেকে বিশ্বাসঘাতক হতে চায় না মানুষ, দেশপ্রেমিক নবাব হতে চায়। বিষাদসিন্ধুর ইমাম হাসান, হোসেনের প্রাণ বিসর্জন মানুষকে করে উদ্দীপ্ত। লিও টলস্টয়ের ওয়ার এন্ড শীসে যুদ্ধ নয় শাস্তিই বড় হয়ে উঠে। সাহিত্য নিষ্ঠুর অত্যাচারী মানুষের বিরুদ্ধে সংগ্রামের বাণী উচ্চারণ করে। 

মন্তব্য: সাহিত্য তার নিজস্ব অবিনাশী শক্তির মাধ্যমে যুগে যুগে ইতিহাস রচনা করেছে। ভবিষ্যতে সাহিত্যের এ ধারা অব্যাহত থাকবে। আর জাতির দর্পণ হিসাবে তার কর্মকাণ্ডকে মানব কল্যাণে উৎসর্গ করবে।


Tags: সাহিত্য জাতির দর্পন স্বরূপ ভাব সম্প্রসারণ, সাহিত্য সমাজের দর্পণ ভাব সম্প্রসারণ, ভাবসম্প্রসারণ সাহিত্য জাতির দর্পণস্বরূপ, sahitto jatir dorpon sorup vabsomprosaron, সাহিত্য জাতির দর্পণস্বরূপ ভাবসম্প্রসারণ SSC HSC JSC PSC, ভাবসম্প্রসারণ সাহিত্য জাতির দর্পণস্বরূপ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ ভাবসম্প্রসারণ, সাহিত্য জাতির দর্পণ ভাবসম্প্রসারণ স্বরূপ, সাহিত্য জাতীর দর্পণ স্বরূপ একাদশ ও দ্বাদশ শ্রেণী ভাবসম্প্রসার