মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন

মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন

মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে মশা নিধনের জন্য আবেদন 

মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন। 

বরাবর
চেয়ারম্যান,
নেত্রকোনা পৌরসভা, নেত্রকোনা
বিষয় : মশার উপদ্রব নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। 
জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমরা নেত্রকোনা শহরের নওপাড়া এলাকার অধিবাসী। এলাকাটি পৌরসভার চিহ্নিত একটি অবহেলিত এলাকা। অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘদিন যাবৎ এলাকা বাসীরা আপনার সুদৃষ্টি লাভে বঞ্চিত হচ্ছে। আপনার পৌরসভার অন্যান্য এলাকা যে হারে সুযোগ-সুবিধা লাভ করছে অত্র এলাকাটিও সে সমস্ত সুযোগ-সুবিধা লাভের আশা করে। কারণ, অত্র এলাকার অধিবাসীদেরও নিয়মিতভাবে পৌরকর পরিশোধ করতে হয়। এখানকার রাস্তার ধারে কোনো বাতি জ্বলে না; আবর্জনা নিষ্কাশন বা অপসারণেরও নিয়মিত কোনো ব্যবস্থা নেই। সম্প্রতি এসব কারণে মশার উৎপাত চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এলাকার মজা পুকুর, বদ্ধ ড্রেনভর্তি ময়লা পানি ও আবর্জনার দুর্গন্ধময় স্তূপ মশার দ্রুত বংশ বিস্তারে সাহায্য করছে। আপনার অন্যান্য এলাকার মশা তাড়ানোর ওষুধ ছিটানোর ব্যবস্থা থাকলেও এ অঞ্চলে তদকার্যে নিয়োজিত কোনো কর্মীর মুখই আমরা কেউ কোনোদিন দেখি নি। 

এ অবস্থায়, আপনার সমীপে সনির্বন্ধ অনুরোধ এই যে, অনতিবিলম্বে নওপাড়া এলাকার অধিবাসীদের মশার উদ্ভব থেকে নিষ্কৃতিদানের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। 

তারিখ : ২৭/৭/২০...... 
নেত্রকোনা

নিবেদক
হানিফ হোসেন  
নওপাড়া এলাকাবাসীর পক্ষে