দোয়া চোখ ওঠা চোখ ব্যথা ও চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি

দোয়া চোখ ওঠা চোখ ব্যথা ও চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি

শরীলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি হলো চোখ। এটি দিয়ে আমরা মহান আল্লাহ তালার সৃষ্টিকুলের সুন্দর্য দেখতে পাই। কিন্তু মাঝে মাঝে আমাদের চোখ ওঠা, চোখ ব্যথা ও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই আমাদের চোখের যত্ন নিতে হবে। যদি কোনো কারণে চোখ ওঠা, চোখ ব্যথা ও বিভিন্ন রোগে আক্রান্ত অনুভব করেন তাহলে কুরআনুল কারিমের এ আয়াতটি পড়লে আল্লাহতালা আপনার উপরে দয়া করলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ।  আয়াতটি হলো সুরা ক্বফ এর ২২ নম্বর আয়াত। 

আরবি: لَقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ
উচ্চারণ: লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ।
অর্থ: ‘তুমি তো এ ব্যাপারে উদাসীন ছিলে, এখন তোমার নিকট থেকে আমি আবরণ সরিয়ে দিয়েছি, তোমার দৃষ্টি এখন অতিশয় তীক্ষ্ণ।’ 
আমল: যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এ আয়াতটি ৩বার পড়বে। আল্লাহতালা আপনার উপরে দয়া করলে আপনার চোখের ব্যথা দূর হয়ে যাবে।


যেভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন:
আপনার নামাজ শেষ করার পর সূরা ফাতিহা পাঠ করুন তারপর এই আয়াতটি পড়ুন। এখন মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন যাতে তা আপনার চোখে ফুঁ লাগে। অথবা আপনি আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে ব্যথা যুক্ত চোখটি মুছে নিতে পারেন। এভাবে প্ৰত্যেক নামাজে এটি করুন। 



আপনি অপরটি সহ নিচের দুয়াটি পড়তে পারেন। নিচের দুয়াটি সবসময় যেকোনো সময় পড়তে পারবেন। 
আরবি:  َاللّهمَّ عَافِنِي فِي بَدَنِيْ اللَّهمَّ عَافِنِيْ فِي سَمْعِيْ اللَّهمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إلهَ إلَّا أنْت
উচ্চারণ: আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নাই।

যেভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন:
মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন যাতে তা আপনার চোখে ফুঁ লাগে। অথবা আপনি আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে ব্যথা যুক্ত চোখটি মুছে নিতে পারেন।


আপনি অপর দুটি সহ নিচের দুয়াটিও ইচ্ছা করলে পড়তে পারেন। নিচের দুয়াটি সবসময় যেকোনো সময় পড়তে পারবেন। 
উচ্চারণ:‘আল্লাহুম্মা মাত্তিনি বিবাসারি, ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি, ওয়া আরিনি ফিল আদুয়ি সারি, ওয়ান সুরনি আলা মান জালামানি।’
অর্থ: অর্থাৎ, হে আল্লাহ! আমাকে চোখের দৃষ্টিশক্তি দ্বারা উপকার লাভের তাওফিক দান করুন। এটাকে আমার উত্তরাধিকার বানিয়ে দিন, আমার জীবদ্দশায় আমার দুশমনের বদলা নিজের চোখে দেখার তাওফিক দান করুন, যে ব্যক্তি আমার ওপর জুলুম করে তার ওপর আপনি আমাকে সাহায্য করুন।’ (হিসবে হাসিন, মকবুল দোয়া : ১৬৩)

যেভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন:
মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন যাতে তা আপনার চোখে ফুঁ লাগে। অথবা আপনি আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে ব্যথা যুক্ত চোখটি মুছে নিতে পারেন।


আপনি নিচের দুয়াটিও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। নিচের দুয়াটি সবসময় যেকোনো সময় পড়তে পারবেন। 
আরবি: اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ شَرِّ بَصَرِىْ 
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি বাসারি।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই।

যেভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন:
মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন যাতে তা আপনার চোখে ফুঁ লাগে। অথবা আপনি আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে ব্যথা যুক্ত চোখটি মুছে নিতে পারেন।


আপনি নিচের দুয়াটিও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। নিচের দুয়াটি সবসময় যেকোনো সময় পড়তে পারবেন। 
আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন সাররি লিসানি, ওয়া মিন সাররি ক্বালবি, ওয়া মিন সাররি মানিয়্যি।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্জের অপকারিতা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ, হাদিস : ১৫৫১)

যেভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন:
মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন যাতে তা আপনার চোখে ফুঁ লাগে। অথবা আপনি আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে ব্যথা যুক্ত চোখটি মুছে নিতে পারেন।
আপনার চোখ ওঠা দ্রুত দূর করতে নিচের লিংকে ক্লিক করুন 
click-here-worldtimetech-job
চোখ ব্যথার দোয়া চোখের দৃষ্টি ভালো রাখার আমল চোখের রুকাইয়া, চোখের দোয়া, চোখের দৃষ্টি ভালো রাখার আমল, চোখের দৃষ্টি বৃদ্ধি করার উপায় দোয়া, চোখের রুকাইয়া, চোখের দোয়া আরবি, চোখের জোতি বারানোর দোয়া, চোখের জ্যোতি বৃদ্ধির দোয়া, চোখের দোয়া বাংলা, চোখ নিয়ে কোরআনের আয়াত, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার দোয়া, দৃষ্টিশক্তি ভালো রাখার দোয়া, চোখ ওঠার দোয়া, চোখ ব্যথার দোয়া বাংলা, chokher dua, chokher bethar dua, chokh uthar dua, chokh betha dur korar dua, eyes pain bangla dua, চোখ উঠার দোয়া