জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC Class 9 Biology Chapter 2 important

জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC Class 9 Biology Chapter 2 important

জীবকোষ ও টিস্যু গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর নবম দশম জীববিজ্ঞান SSC, Class 9 Biology Chapter 2 important
 

জীবকোষ ও টিস্যু অনুধাবনমূলক প্রশ্নোত্তর  জীববিজ্ঞান এস এস সি 

সেন্ট্রিওল এর কাজ কী? 
উঃ প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দন্ডাকার অঙ্গানু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে এর অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। 

সাইটোপ্লাজমীয় অঙ্গানুগুলো কী কী? 
উঃ প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে দিলে যে জেলির মত বস্তুটি থেকে যায় সেটিই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গানু থাকে। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গানু : i) মাইটোকডিয়া ii) প্লাস্টিড iii) গলজি বস্তু iv) সেন্ট্রোজোম 

পেশি টিস্যু বলতে কী বোঝ? 
উঃ ভ্রূনের মেসোডার্স থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশিকোষ সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। 

প্লাস্টিড কয় ধরনের? কী কী? 
উঃ প্লাস্টিভ উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গানু। প্লাস্টিড তিন ধরনের। যথা- i) ক্লোরোপ্লান্ট ii) ডোমোপ্লান্ট এবং iii) লিউকোপ্লাস্ট। 

স্নায়ু টিস্যু বলতে কী বোঝ? 
উঃ ভ্রূনের এক্টোডার্ম থেকে উৎপন্ন যে টিস্যু কোনো উদ্দীপনা গ্রহণ করে তার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে সক্ষম তাকে স্নায়ু টিস্যু বলে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরণ বা স্নায়ুকোষ দিয়ে গঠিত। স্নায়ুটিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন, তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। 

গলজি বস্তু এর কাজ কী? 
উঃ গলজি বস্তুর কাজ হলো- i) জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরনের সাথে গলজি বস্তুর নিবিড় সম্পর্ক রয়েছে। ii) হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ করা যায়। iii) কোন কোন বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সয় করে রাথে। 

কোষঝিল্লির কাজ কী? 
উঃ কোষপ্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজম ঘিরে যে সজীব পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। কোষঝিল্লির কাজ হলো- i) এটি কোষিয় সব বস্তুকে ঘিরে রাখে। ii) বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীন বস্তুকে রক্ষা করে। iii) বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে বস্তুর স্থানান্তর নিয়ন্ত্রন করে। iv) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। 

দেহ কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য? 
উঃ নিচে দেহ কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য দেওয়া হল- 
 
দেহ কোষ জনন কোষ 
১। দেহ কোষ বহুকোষী জীবের দেহ গঠনে অংশ গ্রহণ  ১। জনন কোষ যৌন প্রজননে অংশগ্রহণ করে।
২। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ উৎপন্ন হয়।  ২। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জননকোষ উৎপন্ন হয়। 
৩। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ  ৩। এরা বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় নেয়। 
৪। অপত্য দেহকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।  ৪। অপত্য জনন কোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক থাকে।
৫। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড (Zn)।  ৫। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যান্ড্রয়েড (n)। 


ক্রোমোজোম বলতে কী বুঝ? 
উঃ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুন্ডলী পাকানো সুক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমোটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। এসব ক্রোমোজমে বংশধারী বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ। 

পরিবহন টিস্যু বলতে কী বোঝ? 
উঃ বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে তাই এদের পরিবহণ টিস্যুও বলা হয়। এ টিস্যু দুই ধরনের। যথা- জাইলেম ও ফ্লোরেন। জাইলেন এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। 

টিস্যু বলতে কী বুঝ? 
উঃ একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়। তখন তাদের টিস্যু বলে। 

কোষপ্রাচীরের কাজ কী? 
উঃ উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কোষপ্রাচির বলে। কোষপ্রাচিত্রের কাজ হলো- 1) কোষের আকৃতি দান করা, ii) বাইরের আঘাত হতে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করা, III) প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা দান করা, iv) পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনের মত কাজও কোষপ্রাচীর করে থাকে। 

যোজক টিস্যু বলতে কী বোঝ? 
উঃ যে টিস্যু দেহের অন্যান্য টিস্যুর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টি যোগানো, বৃদ্ধিও বিভেরিকরনে সহায়তা করে তাকে যোজক টিস্যু বলে। যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। 

প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য?
উঃ নিচে প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য দেওয়া হল- 
প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক কোষের মধ্যে পার্থক্য
প্রাককেন্দ্রিক কোষ সুকেন্দ্রিক কোষ 
১। এদের গঠন সরল ও জটিলতা বর্জিত।  ১। এদের গঠন অপেক্ষাকৃত জটিল। 
২। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, DNA অণু থাকলেও সুনির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস নেই ।  ২। এদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস ইত্যাদি উপস্থিত। 
৩। ক্রোমোজোম আদি প্রকৃতির।  ৩। ক্রোমোজোম সুসংগঠিত। ৪। অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। 
৪। অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। ৪। মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়। 
৫। একটি মাত্র DNA অণু একটি ক্রোমোজোমের  ৫। ক্রোমোজোম সংখ্যা সব সময় একাধিক। প্রতিনিধিত্ব করে। 
 
জীবকোষ ও টিস্যু প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নো  টপিক জীববিজ্ঞান এস এস সি
ক্রোমোসোমের গঠন ও কাজ। 
অঙ্গ ও তন্ত্রের পার্থক্য। 
উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য 
জটিল টিস্যুর গুরুত্ব। 
উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য 
যোজক কলা/পেশী কলা/স্নায়ু কলার গঠন ও কাজ। 
সরল ও জটিল টিস্যুর গঠন ও কাজ। 
বিভিন্ন প্রকার পেশী কলার মধ্যে পার্থক্য।
উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহের গঠন ও কাজ(মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট,নিউক্লিয়াস)। 
অঙ্গ ও তন্ত্রের পার্থক্য। 
জটিল টিস্যুর গুরুত্ব। 

জীবকোষ ও টিস্যু জ্ঞানমূলক প্রশ্নোত্তর Link