দ্বিতীয় টি২০ ম্যাচে ৮ উইকেট হাতে নিয়েই বাংলাদেশের বিপক্ষে জিতলো আফগানরা

দ্বিতীয় টি২০ ম্যাচে ৮ উইকেট হাতে নিয়েই বাংলাদেশের বিপক্ষে জিতলো আফগানরা

গত ম্যাচে বাংলাদেশের ফর্মে থাকা লিটন দাসের কারণে জয় নিয়োছিলো টাইগাররা আফগানের বিপক্ষে। কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই তেমন কোনো সুবিধা করতে পারেনি। বিপিএল কাঁপানো  মুনিম শাহরিয়ার মাত্র ১০ বলে একটি চার মেরেই তিনি  মোহাম্মাদ নবী বলে শরফুদ্দিন আশরাফ ধারা ক্যাচ আউট হন। দুর্ভাগ্য ক্রমে মোহাম্মদ নাইম শেখ করিম জানাতের হাতে রান  আউট হন তিনি ১৯ বলে দুটি চার মেরে সর্বমোট ১৩ রান নিয়েছিলেন। বাংলাদেশ যে ব্যক্তির কারনে আফগানের সাথে ওয়ান ডে সিরিজ জয় করলো এবং গত টি ২০ ম্যাচে যার জন্য জিততে পেরেছিলো সেই লিটন দাস আজকের ম্যাচে তেমন ভালো সুবিধা করতে পারেনি। তিনি ১০ বলে ১ টি ছক্কা হাঁকিয়ে আজমাতুল্লাহ ওমরজাই বলে শরফুদ্দিন আশরাফ ধারা ক্যাচ আউট হন। সাকিব আল হাসান আজমাতুল্লাহ ওমরজাই বলে রহমানুল্লাহ গুরবাজ ধারা কাছ আউট হন তিনি ১৫ বলে ৯ রান করেই সাজ ঘরে ফিরেন। পরে হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু রশিদ খানের বলে এলবিডাবলুর শিকার হন  মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ১৪ বলে তিনটি চার সহ মোট ২১ রান নেন। তার ২ ওভারের মাথায় মুশফিকুর রহিম ২৫ বলে ৪ টি চার মেরে ৩০ রান সরবাহ করেন। পরে আফিফা হোসেন  আজমাতুল্লাহ ওমরজাই বলে হযরতুল্লাহ জাজাই ধারা ক্যাচ আউট হন তিন ৯ বলে ৭ রান নেন এবং একটি চার মারেন।  মেহেদী হাসান  ফজল হকের বলে বোল্ট আউট হন এভাবেই সমাপ্ত হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। সর্বমোট দলীয় রান যোগ হয় ৯ উইকেটে ১১৫ রান ২০ ওভারে। যা অর্জন করা অফকানদের কাছে খুব সহজেই ছিল। তারা ম অত্র ২ উইকেট হারিয়েই জয় নিয়ে নেয়।  মেহিদি হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ এই ২টি উইকেট শিকার করেন।