সংবাদপত্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা বৃক্ষরোপণ সপ্তাহ পালন

সংবাদপত্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা বৃক্ষরোপণ সপ্তাহ পালন

সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি 

সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি লিখার নিয়ম 
কোনো সংশ্লিষ্ট বিষয় যেমন জনগণের অভিযোগ, অভাব, জনগুরুত্বসম্পন্ন কোনো বিষয় অথবা স্থানীয় কোনো সমস্যার আবেদন-নিবেদন করে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয় তারা পত্র-পত্রিকার মাধ্যমে চিঠিপত্র কলামে যথাযথ করে সহজেই  কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাই সংবাদপত্রের মাধ্যমে সমস্যাটি সমাধানের জন্য চিঠিপত্র করে কলামে লিখতে হয়। এ ছাড়া সম্পাদককে মহোদয়কে চিঠি ছাপানোর জন্য অনুরোধও করা যাই। বাংলাদেশের বর্তমানের অবস্থার পরিপেক্ষিতে সংবাদপত্রের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আজকে আমরা জানবো কিভাবে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি লিখতে হয়।  

প্রত্যেক সময় চিঠিপত্র সম্পাদক সাহেবের কাছে লেখার পর চিটির মতোই খাম এঁকে প্রাপক ও প্রেরক লিখে দিতে হবে। 


পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একখানি নাতিদীর্ঘ পত্র লিখ। 
অথবা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একখানি পত্র লিখ। 


বরাবর, 
সম্পাদক
ওয়ার্ল্ড টাইম টেক, 
রামপুরা, ঢাকা 
জনাব, 
আপনার বহুল প্রচারিত ও সবার দৃষ্টি-নন্দিত দৈনিক পত্রিকায় নিম্নলিখিত সংবাদটি পরিবেশন করে দেশ ও জাতির সুখ- সমৃদ্ধির পথ সুগম করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। 
তারিখ: ০৫-০১-১৯৯৯ইং
বিনীত নিবেক–
ফাইজুল  
নওপাড়া, নেত্রকোনা 
বৃক্ষরোপণ সপ্তাহ পালন 
"দাও ফিরে সে অরণ্য, লও এ নগর"—বিশ্বকবির এ উদ্ধৃতিটিতে বৃক্ষের গুরুত্ব সুস্পষ্ট। উদ্ভিদ ও মানুষ পরস্পর নির্ভরশীল - এটা চিরন্তন সত্য কথা। প্রকৃতপক্ষে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বৃক্ষের ওপর পরম নির্ভরশীল। আমাদের বেঁচে থাকার জন্যে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃক্ষ ছাড়া আমরা বাঁচতে পারবো না। বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য স্বাভাবিক রাখে, পরিবেশকে দূষণমুক্ত করে এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করে তোলে। বৃক্ষ আমাদের সর্বদা খাদ্যের যোগান দেয় ও জ্বালানি সরবরাহ করে। আমাদের জীবনরক্ষাকারী অক্সিজেন আমরা বৃক্ষ থেকেই পেয়ে থাকি। বৃক্ষ ছায়া দেয়, বৃষ্টিপাত ঘটায়। বৃক্ষ আবহাওয়াকে আর্দ্র রাখে, জমিকে সরস ও উর্বর করে তোলে ফলে আমরা প্রায় খাদ্য। বৃক্ষ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র ও শিল্পের কাঁচামাল পাই। বৃক্ষ খরা, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। কিন্তু আমরা প্রতিনিয়ত বৃক্ষ কেটে ফেলছি। এতে দেশের বিভিন্ন এলাকা হয়ে পড়ছে রুক্ষ, শুষ্ক ও মরুময়। এতে পরিবেশের ভারসাম্য হচ্ছে বিঘ্নিত। যদি এই পৃথিবীতে বৃক্ষের অস্তিত্ব না থাকে তবে আমাদের অস্তিত্ব ঠিকে থাকতে পারবে না। তাই বৃক্ষের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে পালন করতে হবে বৃক্ষরোপণ সপ্তাহ। আর এর মাধ্যমে জনগণকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ধারণা দিতে হবে। জনগণকে উৎসাহিত করে তুলতে হবে বৃক্ষরোপণে। এমন কি এ সপ্তাহে বৃক্ষমেলার আয়োজন করাও প্রয়োজন। দেশব্যাপী প্রচার-প্রচারণার মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হলে জনমনে বৃক্ষরোপণের নব-জাগরণ আসবে। এতে দেশ ও জাতির ব্যাপক কল্যাণ হবে। 
বিনীত- 
ফাইজুল 
গ্রাম তেলিগাতী, ডাকঘর: নওপাড়া 
জেলা : নেত্রকোনা  
সংবাদপত্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা বৃক্ষরোপণ সপ্তাহ পালন